10.3 C
Dhaka
৯ জানুয়ারি, বুধবার , ২০১৯ ০৭:১৫:২৪ পূর্বাহ্ণ
ভয়েস বাংলা
টেক ভয়েস সাক্ষাতকার সাম্প্রতিক

সাইবার পুলিশ সেন্টার করছে সরকার

প্রযুক্তি ডেস্ক: সাইবার পুলিশ সেন্টার’ করার অনুমোদন দিয়েছে সরকার। পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন ইউনিট হিসেবে এ সেন্টার হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক সিকিউরিটি ডিভিশন এ অনুমোদন দিয়েছে। মূলত দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব প্রতিরোধের কাজ করবে নতুন এ ইউনিট। নতুন এ সেন্টার ৩৪২ সদস্য নিয়ে গঠন করা হবে। আর সেন্টারের দায়িত্বে থাকবেন সিআইডির একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল।

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সেন্টার গঠনের কাজ শেষ হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম।

৩৪২ সদস্যের অন্যান্য পদে থাকবে দুজন অতিরিক্ত ডিআইজি, তিনজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার (এএসপি) ১৮, পরিদর্শক ৪৫, উপ-পরিদর্শক (এসআই) ১৪০, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ৩০, কনস্টেবল ৭৫, সিস্টেম অ্যানালিস্ট একজন, প্রোগ্রামার একজন ও মেইনটেন্যান্স পদে প্রকৌশলী একজন। এর বাইরেও টেলিযোগাযোগ অধিদফতর কনটেন্ট ফিল্টারিংয়ের একটা প্রজেক্ট করছে যা নভেম্বরের আগেই কাজ শুরু করবে।

# ভয়েস বাংলা/ এটি

সম্পর্কিত

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে আবার মামলা

ডেস্ক রিপোর্ট

বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে জেনেভায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট

চলতি বছর আড়াই হাজার নারী কর্মী গেছেন কাতারে

ডেস্ক রিপোর্ট

দিনাজপুরে জেএমবি’র সামরিক শাখার কমান্ডারসহ আটক ২

ডেস্ক রিপোর্ট

টেস্টে সবচেয়ে এগিয়ে মুশফিক

ডেস্ক রিপোর্ট

সিপিডি’র জরিপ: সামর্থ্যবান মানুষদের ৬৮ শতাংশই কর দেন না

ডেস্ক রিপোর্ট

মতামত