8.7 C
Dhaka
৩০ জানুয়ারি, বুধবার , ২০১৯ ১২:৩১:০১ অপরাহ্ণ
ভয়েস বাংলা
পাঁচমিশালী

সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

জাতীয় ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সংকেত জারি করা হয়েছে। এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসংগে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আগামী ২৪ ঘণ্টায় তা কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

৯ জুন সকালে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় বজ্রমেঘ সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সংগে তাঁদের গভীর সাগরে বিচরণ না করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

সম্পর্কিত

ঘড়ি জানাবে পরিবারের সদস্যদের অবস্থান!

ডেস্ক রিপোর্ট

মেয়েরা ফোনে কথা বললেই জরিমানা!

ডেস্ক রিপোর্ট

রক্ষণাবেক্ষণের কারণেই ইন্টারনেটের ধীরগতি: বিএসসিসিএল পরিচালক

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশে চালক-রাইডারদের জন্য ইন্স্যুরেন্স চালু করলো উবার

ডেস্ক রিপোর্ট

ফেসবুকের কাছে ৯৫টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে একই সংগে পাঁচ সন্তানের জম্ম

ডেস্ক রিপোর্ট

মতামত