23.7 C
Dhaka
১১ ফেব্রুয়ারি, সোমবার , ২০১৯ ১০:০৬:১০ অপরাহ্ণ
ভয়েস বাংলা
জাতীয় প্রচ্ছদ

লতিফুর রহমানকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: অর্থপাচার এবং অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নাসির উদ্দিন স্বাক্ষরিত এক নোটিসে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে তলব করা হয়েছে।

এ ব্যাপারে লতিফুর রহমান একটি অনলাইনকে বলেছেন, ‘আপনাদের ফোন পেয়েই আমি প্রথম জানলাম। এর বাইরে কিছু জানা নেই।’
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুত বিল ও ভ্যাট ফাঁকি দিয়ে শত শত কোটি টাকা এবং অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন দেশে অর্থপাচার, অবৈধ উপায়ে সরকারি জমি দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের সত্যায়িত কপিসহ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে নোটিসে। প্রসংগত ট্রান্সকম গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ট্রান্সকম ফুড লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড, ট্রান্সকম কাস্টমার প্রোডাক্টস লিমিটেড, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড, মিডিয়া স্টার লিমিটেডের প্রথম আলো ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের ডেইলি স্টার, টি হোল্ডিং লিমিটেড, রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড, বাংলাদেশ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইত্যাদি।

# ভয়েস বাংলা/ এটি

সম্পর্কিত

কী আছে বাংলাদেশ ভবনে

ডেস্ক রিপোর্ট

লেবাননে কমছে বাংলাদেশি নারী গৃহকর্মীর চাহিদা

ডেস্ক রিপোর্ট

ডিজিটাল হুন্ডিতে রেমিটেন্স প্রবাহে ধ্বস

ডেস্ক রিপোর্ট

রাতে প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক রিপোর্ট

এমপিওভুক্তির দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট

২১ জুলাই প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

ডেস্ক রিপোর্ট

মতামত