20.2 C
Dhaka
৮ জানুয়ারি, মঙ্গলবার , ২০১৯ ০৩:৩৫:৫০ অপরাহ্ণ
ভয়েস বাংলা
বিনোদন সাম্প্রতিক

এবার সালমানকে হত্যার হুমকি ভক্তের

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যানের সংখ্যা যে দিনে দিনে বেড়ে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ভক্তরা নিজেদের প্রিয় তারকার জন্য পাগলামি করবে সেটাই স্বাভাবিক। তবে এবারের বিষয়টা একেবারেই অন্য। এক ব্যক্তি সালমানের কর্মচারীকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছে।

জানা গেছে, ফারুক আলিয়াস শেরু নামের ওই ব্যক্তি হুমকি দেয়ার আগে না কি অনেকবার সালমানের সংগে দেখা করার অনুরোধ জানিয়েছিলেন। অভিনেতার সংগে কাজ করতে চান। তাঁর কথা না শোনায় এমন পদক্ষেপ নিতে বাধ্য হন তিনি। এ ঘটনায় অভিযুক্ত ফারুক আলিয়াস শেরুকে ভারতের উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ৷

এর আগে গত জানুয়ারি মাসে সালমান খানকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। তাও আবার আদালতের ভেতরে। মামলার হাজিরা দিতে গিয়ে কোর্টরুমে সালমানকে দেখেই সরাসরি প্রাণে মারার হুমকি দিয়ে বসে লরেন্স বিষ্ণই।সেসময় গণমাধ্যমের সংবাদে জানা যায়, সালমান খানের সংগে লরেন্স বিষ্ণইয়ের কোনো সম্পর্ক বা শত্রুতা নেই। শুধু যোধপুর পুলিশকে ‘শিক্ষা’ দেয়ার জন্যই না কি সালমানকে খুনের হুমকি দিয়েছে সে।

#ভয়েস বাংলা/ এডি

সম্পর্কিত

চলে গেলেন বলিউড অভিনেতা বিনোদ খান্না

ডেস্ক রিপোর্ট

প্রবাসীদের হাতে সাত দিনেই পৌঁছে যাবে পাসপোর্ট

ডেস্ক রিপোর্ট

বিপাশার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ও মামলা

ডেস্ক রিপোর্ট

মালয়েশিয়া মাতাবেন রিয়াজ-পপি ও জেমস

ডেস্ক রিপোর্ট

সালমান শাহ’র ২২ তম মৃত্যুবার্ষিকী

ডেস্ক রিপোর্ট

সাউন্ডটেকের ব্যানারে এসেছে জনপ্রিয় গান ‘বাণ মেরে বান ‘

ডেস্ক রিপোর্ট

মতামত