20.2 C
Dhaka
৮ জানুয়ারি, মঙ্গলবার , ২০১৯ ০৩:৩৫:৪৯ অপরাহ্ণ
ভয়েস বাংলা
বিনোদন সাম্প্রতিক

পোশাক খোলার ভিডিও দেখে সরগরম অনলাইন দুনিয়া

বিনোদন ডেস্ক : রাখি সাওয়ান্তের মতো কথায় কথায় ভাইরাল তিনি হোন না। তবে যখন আসেন, তখন তুফান নিয়ে আসেন। তিনি পুনম পাণ্ডে। বিতর্কের রানীর খেতাব তাঁকে দিয়েই রেখেছে বলিউডবাসী। যে ধরণের ছবি কিংবা ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তা বিতর্ক তৈরি করারই যোগ্য।

সম্প্রতি একটি বোল্ড ভিডিও পোস্ট করে সকলকে তাক লাগিয়েছেন। নিজের ইনস্টাগ্রামে একটি স্ট্রিপ টিজের ভিডিও পোস্ট করেছেন তিনি। সেটি বেশ শোরগোল তৈরি করেছে সাইবার দুনিয়ায়। সেখানে পোশাক খুলতে দেখা গেছে তাঁকে।

তবে এটি ছিলো কেবল পোশাক খোলার টিজার। বাকী ভিডিও আছে নায়িকার নিজস্ব অ্যাপে। যার নাম ‘Thepoonam pandeyapp’। এই অ্যাপে পুনমের অজস্র ভিডিও দেখতে পারবেন যে কেউ। সেখানে প্রায় প্রতিটি ভিডিওই বোল্ড। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন এটা শুধু টিজার। পুরো ভিডিওটি আছে তাঁর সেই অ্যাপে।

টিজারে তিনি তার টি-শার্ট খুলে অন্তর্বাস দেখিয়েছিলেন। যা নিয়ে অসংখ্য মানুষ নানান ধরণের কমেন্ট করেছেন। কেউ তাঁকে খারাপ মন্তব্য করেছেন তো কেউ ভালো। তবে এসবে কান দেন না পুনম। নিজের মতোই ভিডিও এবং ছবি পোস্ট করে যান তিনি।

#ভয়েস বাংলা/ এডি

সম্পর্কিত

নিষিদ্ধ নয় শাকিব খান: গুলজার

ডেস্ক রিপোর্ট

নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘হাসিনা-অ্যা ডটার’স টেল’

ডেস্ক রিপোর্ট

তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

পরিচালকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নায়িকার

ডেস্ক রিপোর্ট

অল্পের জন্য বেঁচে গেলেন চিত্রনায়িকা আইরিন

ডেস্ক রিপোর্ট

অবশেষে শুটিংয়ে ফিরছেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট

মতামত