37.7 C
Dhaka
২২ এপ্রিল, সোমবার , ২০১৯ ১০:৫০:২৭ অপরাহ্ণ
ভয়েস বাংলা
লাইফস্টাইল

বিদ্যুৎ আক্রান্ত কাউকে যেভাবে বাঁচাবেন

বিদ্যুৎপ্রবাহ আছে এমন কোনও খোলা তার বা বোর্ডের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকেন অনেকেই। বিদ্যুতের প্রাবল্যের ওপর মানুষের বেঁচে থাকাও নির্ভর করে। খুব কম সময়ে শরীরে অনেকটা বিদ্যুৎ চলে গেলে সেই মানুষের তৎক্ষণাৎ মৃত্যুও অসম্ভব নয়।

হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে যা করবেন:
* কোনভাবে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কিছুতেই তার গায়ে হাত দেয়া যাবে না। পানিও দেয়া যাবে না। বরং ধাক্কা দিয়ে সরিয়ে দিতে হবে। ধাক্কা দেওয়ার সময় শুকনো কাঠের টুকরো, খবরের কাগজ অথবা রাবার জাতীয় তড়িৎ অপরিবাহী বস্তু দিয়ে সজোরে আঘাত করে সরাতে হবে। তাতে বিদ্যুতের উৎস থেকে সেই ব্যক্তির ছিটকে যাওয়া সম্ভব হবে।

* দ্রুত মেইন সুইচ বন্ধ করতে হবে। অনেক সময় মেইন সুইচ বন্ধ করতে গিয়ে যে সময় নষ্ট হয়, তাতেই প্রাণ চলে যায় বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তির। তাই সামনে থাকলে তাকে বিদ্যুতের উৎস থেকে সরানোর চেষ্টাই প্রথম করতে হবে এবং সঙ্গে সঙ্গে অন্য কাউকে নির্দেশ দিতে হবে মেইন সুইচ বন্ধ করার জন্য। একান্ত সে উপায় না থাকলে বা হাতের কাছে তড়িৎ অপরিবাহী কিছু না মিললে দ্রুত মেইন সুইচ বন্ধের দায়িত্ব নিজেকেই নিতে হবে।

* বিদ্যুৎ থেকে মুক্তি পেলেও অনেক সময় ব্যক্তির শ্বাস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তেমন হলে বুকের ওপর জোরে চাপ দিয়ে হৃদযন্ত্র চালু করতে হবে।

* বিদ্যুতের উৎস থেকে সরাতে পারলে সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে গরম দুধ ও গরম পানি খাওয়াতে হবে। এতে শরীরের রক্ত সঞ্চালন দ্রুত স্বাভাবিক হবে।

* বিদ্যুতস্পৃষ্ট ব্যক্তির গলা, বুক ও কোমরের কাপড় ঢিলা করে দিতে হবে।

* রোগীকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করতে হবে।

#ভয়েস বাংলা/আকাআ

সম্পর্কিত

সবসময় সুস্থ থাকতে সঙ্গে রাখুন কালোজিরা

ডেস্ক রিপোর্ট

ফুসফুস ভালো থাকবে যে খাবারে

ডেস্ক রিপোর্ট

রোগ প্রতিরোধে জলপাইয়ের যত গুণ

ডেস্ক রিপোর্ট

গরম পানির এতো গুণ!

ডেস্ক রিপোর্ট

সাপে কাটলে তাৎক্ষণিক করণীয় ও চিকিৎসা

ডেস্ক রিপোর্ট

এই সময়ের জ্বর থেকে বাঁচতে কী খাবেন?

ডেস্ক রিপোর্ট

মতামত