স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে খাওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার, চাঞ্চল্য শান্তিপুরে

May 5, 2025 - 19:01
May 6, 2025 - 03:17
স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে খাওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার, চাঞ্চল্য শান্তিপুরে

নদিয়ার শান্তিপুরে এক হৃদয়বিদারক ঘটনার অভিযোগ উঠে এসেছে—ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে খেয়ে নেওয়ার অপরাধে স্বামী বাপন শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শান্তিপুর থানার অন্তর্গত বেরপাড়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে।

রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৈত্র জানান, “ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।”

প্রায় নয় বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল বাপন শেখ ও মধু খাতুনের। তাঁদের আট বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। প্রথমদিকে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও, ধীরে ধীরে বাপনের মদ্যপান ও সহিংস আচরণ বেড়ে যায়। স্ত্রীর দাবি, স্বামী প্রায়ই তাঁর সৌন্দর্য নিয়ে কথা বলতেন এবং বিশেষ করে নাকের প্রশংসা করতেন। মাঝেমধ্যেই ঠাট্টা করে বলতেন, “তোর নাকটা এত সুন্দর যে খেয়ে ফেলতে ইচ্ছা করে!”

সেই কথাই অবশেষে সত্যি হল বৃহস্পতিবার গভীর রাতে। রাত প্রায় তিনটে নাগাদ, ঘুমন্ত মধুর ওপর হামলা চালিয়ে নাকে কামড় বসান বাপন। এরপর একেবারে ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ। ব্যথায় ছটফট করতে করতে নিজেকে রক্ষা করতে গেলে স্ত্রীর আঙুলেও কামড় দেন তিনি।

মধু জানান, কোনওরকমে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচান এবং শনিবার শান্তিপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরদিন আদালতে হাজির করে।

মধু বলেন, “আমার মুখটা সুন্দর বলে স্বামী অ্যাসিড মারার হুমকিও দিয়েছিল। কিন্তু কখনও ভাবিনি এমন পাশবিক কিছু ঘটবে।”

মধুর মা রোশনা বেগম বলেন, “ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি মেয়ের মুখ থেকে রক্ত ঝরছে। জামাই আমাকেও মারতে আসে। যদি জানতাম এত অত্যাচার করে, আগেই মেয়েকে নিয়ে আসতাম।”

বর্তমানে মধু হাসপাতালে চিকিৎসাধীন, এবং গোটা এলাকা এই ঘটনায় চাঞ্চল্যে উত্তাল। স্থানীয়দের দাবি, অভিযুক্তের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।