আসিফ নজরুলকে নিয়ে মিথ্যা প্রতিবেদন

ভারতীয় অনলাইন পোর্টাল ‘নিউজ অ্যারেনা ইন্ডিয়া’য় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিবৃতি জারি করে জানিয়েছে, প্রতিবেদনটিতে আসিফ নজরুলের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল: ‘বাংলাদেশ লিগ্যাল অ্যাডভাইজার মিটস টপ লস্কর–ই–তাইয়েবার অপারেটিভ পোস্ট জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যাটাক’। এতে দাবি করা হয়, কাশ্মীরের পেহেলগামে একটি হত্যাকাণ্ডের পর আসিফ নজরুল সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার একজন শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আইন মন্ত্রণালয় এই দাবিকে ‘পুরোপুরি কাল্পনিক’ বলে প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে হেফাজতে ইসলামের নেতাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হলেও, মন্ত্রণালয় জানিয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশে বৈধ একটি ইসলামি সংগঠন। আসিফ নজরুল তাদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন আইনি সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে, যেখানে ভুক্তভোগীদের সমস্যা শোনা ও মামলার তালিকা হস্তান্তর করা হয়। বৈঠকটি প্রতিবেদনে উল্লেখিত দিনের তিন দিন আগে হয়েছিল। নিউজ অ্যারেনা ইন্ডিয়া আরও দাবি করেছে, আসিফ নজরুল ফেসবুকে ভারতীয় নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন। মন্ত্রণালয় জানায়, পোস্টটি একজন ভারতীয় নাগরিকের লেখা ছিল, যা আসিফ শেয়ার করে হামলার নিন্দা জানিয়েছিলেন এবং পরে বিভ্রান্তি এড়াতে মুছে ফেলেন। আইন মন্ত্রণালয় এই প্রতিবেদনকে সাংবাদিকতার নৈতিকতা বিরোধী বলে সমালোচনা করেছে এবং গণমাধ্যমকে তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে। আসিফ নজরুল পেহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা ও হামলাকারীদের বিচার দাবি করেছেন।