ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি, সরকারি সিদ্ধান্ত ঘোষণা

May 6, 2025 - 16:40
ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি, সরকারি সিদ্ধান্ত ঘোষণা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ১৪ জুন (শনিবার) পর্যন্ত টানা ১০ দিনের ছুটি থাকবে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত একজন দায়িত্বশীল উপদেষ্টা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে ১৭ মে ও ২৪ মে—এই দুই শনিবার সরকারি অফিস খোলা রাখা হবে। এ সিদ্ধান্ত মূলত ঈদের আগে অফিসের কাজকর্ম সচল রাখতে নেওয়া হয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ১০ দিনের ছুটির সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, “ঈদ উদ্‌যাপনের সুবিধার্থে সরকার ৫ থেকে ১৪ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। এর মধ্যে ৩ দিন ঈদের ছুটি, ৪ দিন সাপ্তাহিক ছুটি ও ৩ দিন সাধারণ ছুটি হিসেবে ধরা হয়েছে।”

এর আগে গত ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পেয়েছিল দেশের মানুষ। সেবারও নির্ধারিত ছুটির বাইরে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল।

সরকারি ছুটির এ দীর্ঘ সময়সীমাকে কেন্দ্র করে গণপরিবহন, বাজার নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন কর্মজীবী মানুষ ও ব্যবসায়ী মহলে এমন দীর্ঘ ছুটির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন পরিবার নিয়ে ঈদ উদযাপনের সুযোগ মিলছে, অন্যদিকে অনেকেই ছুটির সময়ে উৎপাদনশীলতা হ্রাসের আশঙ্কা প্রকাশ করছেন।