রিয়ালের সঙ্গে সমঝোতা, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই আনচেলত্তির
আগামী রবিবার এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এ বিষয়ে

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি কি রিয়ালেই থাকবেন নাকি ব্রাজিলের কোচ হবেন-এ নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না।
তবে আজ খেলাধুলাবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তিকে ছাড়তে রাজি হয়েছে রিয়াল মাদ্রিদ। এ ব্যাপারে দুই পক্ষ মৌখিক সম্মতিতে পৌঁছেছে।
তবে দ্য অ্যাথলেটিক সপ্তাহখানেক আগেই জানিয়েছিল, জুনে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি।
সর্বশেষ আলোচনা অনুযায়ী, লা লিগা মৌসুম শেষ হওয়ার আগেই মাদ্রিদ ছাড়তে পারবেন এই ইতালিয়ান কোচ। আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোর পরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এ বিষয়ে।
আনচেলত্তিকে অনেক দিন ধরেই কোচ করে আনার কথা ভাবছে সিবিএফ (ব্রাজিল ফুটবল কনফেডারেশন)। কিন্তু কয়েকবার চেষ্টা করেও সফল হয়নি। তবে গত মার্চে দরিভাল জুনিয়রকে ছাটাইঁয়ের পর আনচেলত্তিকে রাজি করাতে নতুন করে আলোচনা শুরু করেছে সংস্থাটি। সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজ সোজাসাপ্টাই জানিয়ে দিয়েছেন, আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে দেখা তার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপার হবে।
তবে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়ায় আনচেলত্তির সঙ্গে রিয়ালের চুক্তি। আনচেলত্তির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে রিয়াল মাদ্রিদের। আনচেলত্তি যেহেতু এর এক বছর আগেই চলে যাওয়ার কথা জানিয়েছিলেন, তাই তার চুক্তির বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি ছিল না রিয়াল। অপরদিকে আনচেলত্তিও চুক্তি বাতিলের ফি না নিয়ে ব্রাজিলে যেতে চাননি।
তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষই মৌখিক ঐকমত্যে পৌঁছেছে। তাই ব্রাজিলের কোচ হতে আনচেলত্তির আর কোনো বাধা নেই। তবে রিয়াল তাকে চুক্তি বাতিলের ফি দিয়ে বিদায় করছে, নাকি তিনি কোনো বেতন না নিয়েই রিয়াল ছাড়তে রাজি হয়েছেন, সে ব্যাপারে কিছু বলা হয়নি।
আনচেলত্তি চলে গেলে রিয়াল মাদ্রিদে তার জায়গা নিতে পারেন বায়ার লেভারকুসেনের কোচ জাবি আলোনসো।