ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা

মার্কিন মধ্যস্ততায় যুদ্ধ বিরতিতে সম্মত হয়ে আলোচনায় বসতে রাজি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

May 10, 2025 - 22:02
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা

শনিবার (১০ মে) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি প্রেসিডেন্ট  ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেট রুবিওকে তাদের কার্যকর মধ্যস্থতার জন্য আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে দুই প্রতিবেশী দেশের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।’