প্রফেসর ইউনূসের আহ্বান: মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহারে এগিয়ে আসুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাসম্পদের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক সৃজনশীল প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত জরুরি।
শুক্রবার (২৫ এপ্রিল) বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫ উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রফেসর ইউনূস বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ উদযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরের প্রতিপাদ্য ‘IP and Music: Feel the Beat of IP’ আমাদের জন্য তাৎপর্যপূর্ণ ও সময়োপযোগী।
তিনি বলেন, সংগীত একটি সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে পৌঁছে যায় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরে। লোকগান থেকে আধুনিক গানের মেলডিতে আমাদের শিল্পীরা বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন।
সংগীত শিল্পে সৃজনশীলতা ও উদ্ভাবনের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, এই শিল্পের বিকাশে মেধাসম্পদ আইন ও নীতির কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি। এতে প্রযুক্তি ও সংস্কৃতির সমন্বয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈষম্যহীন, উদ্ভাবনমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করে প্রধান উপদেষ্টা সবাইকে উদ্ভাবন ও সৃজনশীলতা উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্র: বাসস