এক মাসে কত টাকার টিকিট বিক্রি হলো চার সিনেমার
এবার ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো নিয়ে বিগত বছরের তুলনায় দর্শকের উন্মাদনা ছিল অনেকটাই বেশি। প্রেক্ষাগৃহে এবার নতুন সিনেমার সংখ্যা নেহাতই কম ছিল না। দু-একটি ছাড়া বাকিগুলো বাজিমাত করেছে নিঃসন্দেহে।

ঈদে মুক্তি পাওয়া ছয়টি ছবির মধ্যে প্রেক্ষাগৃহে দর্শকের মন জয় করেছে চারটি ছবি। যেমন মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।
বলা বাহুল্য, মুক্তির আগে থেকেই এই ছবিগুলো নিয়ে দর্শক উন্মাদনা ছিল তুঙ্গে। তবে সেই আগ্রহ উবে যায়নি। প্রেক্ষাগৃহে ঝাঁকে ঝাঁকে গিয়েছেন দর্শকেরা, এই চার ছবির কোনোটিই দেখে হতাশ হয়ে ফেরেননি তারা।
ছবিগুলো মুক্তি পেতে চলল প্রায় একমাস! সময়টা খুব একটা কমও নয়। অথচ প্রেক্ষাগৃহ এখনও দর্শকে টইটুম্বুর। দেশের বড় শহরের মাল্টিপ্লেক্স থেকে শুরু করে মফস্বলের সিনেমা হল, সবখানেই ছিল দর্শকের উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, দেশের বাইরে থেকেও এসেছে একে একে সুসংবাদ। শাকিবের ‘বরবাদ’, সিয়ামের জংলির টিকিট পাননি অনেকে; ফিরে গেছেন দর্শকেরা। উত্তর আমেরিকা, ইউরোপ কিংবা ওশেনিয়া, প্রায় একই দৃশ্য ছিল সবখানেই।
দেশের এই চার সিনেমা নিয়ে যখন এত এত সফলতার গল্প, তখন কৌতূহল জাগে ছবিগুলোর আয় নিয়ে। সদ্যই জানা গেল সেই তথ্য। তবে শুধু দেশের বাজারের হিসাবটাই মিলেছে।
জানা গেছে, ২৯ দিনের হিসাবে ৪টি ছবির মোট টিকিট বিক্রি ৭৫ কোটি টাকার বেশি। গত সোমবার পর্যন্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব থেকেই এসেছে এই তথ্য। জানা যায়, মুক্তির ২৫ দিন পর্যন্ত শাকিব খান অভিনীত মেহেদী হাসানের ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকার।
গত রোববার পর্যন্ত আফরান নিশো অভিনীত শিহাব শাহীনের ‘দাগি’র টিকিট বিক্রির তথ্য মিলেছে। মুক্তির দিন থেকে এদিন পর্যন্ত ছবিটি আয় করেছে ৭ কোটি ৬০ লাখ টাকা। এছাড়াও সোমবার পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের ‘জংলি’র টিকিট বিক্রি হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ ছবির টিকিট বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ টাকার বেশি।
তবে প্রতিটি ছবিই ব্যবসাসফল। বাজেটের চেয়ে অনেকটা বেশিই আয় করে ফেলেছে এই চার ছবি। প্রযোজক ও পরিচালক সূত্র বলছে, বরবাদের বাজেট ছিল ১৫ কোটি। এছাড়াও জংলি পৌনে ৩ কোটি ও চক্কর ৩০২ পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে।
দর্শকের আগ্রহের পাশাপাশি টিকিট বিক্রি নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সেই ছবিগুলোর প্রযোজক–পরিচালকেরা।
তবে দেশের বাইরে মুক্তি পাওয়া তিন ছবির কত টাকার টিকিট বিক্রি হয়েছে, তা জানতে এখনও সপ্তাহখানেকের অপেক্ষা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।