গ্রামীণফোনের ব্যালান্স থেকেই চরকির সাবস্ক্রিপশন সুবিধা চালু

ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রিমিয়াম কনটেন্ট (নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ইত্যাদি) দেখার জন্য সাবস্ক্রিপশন কেনা আরও সহজ হয়েছে। এখন থেকে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ব্যালান্স থেকে সরাসরি চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন গ্রাহকেরা।
সরাসরি মোবাইল ফোনের ব্যালান্স থেকে সাবস্ক্রিপশন কেনার এই ডাইরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) চালু করতে আজ সোমবার গ্রামীণফোন ও চরকির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। এ সময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে সোমবার বিকেলে চুক্তি সই অনুষ্ঠানটি হয়।
গ্রামীণফোনের গ্রাহকেরা এখন মোবাইল ফোনের ব্যালান্স ব্যবহার করে ২৮৯ টাকায় তিন মাস ও ৯৪৯ টাকায় এক বছরের জন্য চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে পারবেন। এর ফলে ব্যবহারকারীদের জন্য চরকির সিনেমা, সিরিজ, বিদেশি কনটেন্টসহ বিশাল লাইব্রেরি উপভোগ করা আগের চেয়ে সহজ হয়ে গেল।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমরা আমাদের গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে সহজ করতে নিরন্তর কাজ করে যাচ্ছি। বিনোদন একটি অবিচ্ছেদ্য অংশ। যার কারণে চরকির সঙ্গে আমাদের যুক্ত হওয়া। আমাদের গ্রাহকেরা যেন ভালো মানের স্থানীয় কনটেন্ট সহজে ও সুবিধাজনক উপায়ে উপভোগ করতে পারেন, সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘আমরা চরকিকে বাংলা কনটেন্টে ১ নম্বর প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। কারণ, তাদের সাফল্যই আমাদের সাফল্য।’
গ্রামীণফোনের সঙ্গে বিভিন্ন সফল উদ্যোগের স্মৃতিচারণা করে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলো ও গ্রামীণফোন মিলে আমরা কতগুলো কাজ করেছি, যা ঐতিহাসিক।’ তিনি আরও বলেন, ‘আমরা চরকির মাধ্যমে ভালো কনটেন্ট করব। বাংলাদেশের মানুষের ইতিহাস–ঐতিহ্য বিবেচনা করে সেসব কনটেন্ট নির্মাণে চরকি বদ্ধপরিকর।’
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘সৃজনশীল কনটেন্ট তৈরি করা হচ্ছে চরকির কাজ। আর আমাদের কাজ হচ্ছে সেই কনটেন্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য ডিওবি একটা উপায়।’ গ্রামীণফোন ও চরকির এই অংশীদারত্বের ভালো ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘বিশ্বমানের বাংলাদেশি কনটেন্ট দর্শকদের কাছে পৌঁছে দিতে চরকি প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়ায় আমরা দর্শকদের সাবস্ক্রিপশন নেওয়ার নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দিতে পারব। এই সুবিধা চরকিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দর্শকদের কাছে এমন একটি সুযোগ নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, গ্রামীণফোনের হেড অব ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট অ্যান্ড পার্টনারশিপ জাহিদুজ্জামান; হেড অব গ্লোবাল বিজনেস কাজী হামিদুর রহমান, প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস; গ্রামীণফোনের অ্যাক্টিং ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস ইফতেখার আলম, হেড অব এভলবেড পোর্টফলিও সাবরিনা সুলতানা প্রমুখ।