‘কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে আইএমএফ ছাড়ার চিন্তা সরকারের’

কৃষিখাতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

May 4, 2025 - 07:52
May 4, 2025 - 07:53
‘কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে আইএমএফ ছাড়ার চিন্তা সরকারের’

শনিবার (৩ মে) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, ‘বিষফোড়া জেনেও পায়রাবন্দর প্রকল্প বাদ দেওয়া সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে গেছে। কৃষি বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলো ৬ মাস আগে আলোচনা করা উচিত ছিল।’

সেমিনারে বক্তারা বলেন, আগামী বছর বাংলাদেশ উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে যাচ্ছে, তাই কৃষিতে বরাদ্দ বাড়িয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।

বক্তারা আরও জানান, কৃষি উৎপাদন হ্রাসের কারণে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বাড়ছে। প্রতিবছর ০ দশমিক ৫ শতাংশ হারে কৃষিজমি কমছে, বাড়ছে জনসংখ্যা। জলবায়ু পরিবর্তন, ভূ-রাজনীতি ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও বাড়ছে।

1000198572বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬: টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনার

এসময় পোল্ট্রি ফিড তৈরির কাঁচামালে ভ্যাট-শুল্ক কমানো, খামারিদের সহজ শর্তে ঋণ ও প্রণোদনার সুপারিশ আসে আলোচনায়।

সেমিনারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মূল প্রবন্ধে জানান, দেশে প্রতি বছর ১ দশমিক ২ শতাংশ হারে প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণের শিকার হচ্ছে। ভিয়েতনাম ও চীনের মতো বাংলাদেশেও জলাশয় সংরক্ষণে সরকারি উদ্যোগ দরকার।

ব্লু ইকোনমি প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গোপসাগরে বছরে ৮ মিলিয়ন মেট্রিক টন মাছের সম্ভাবনা থাকলেও আহরণ মাত্র ০ দশমিক ৭ মিলিয়ন টন, যা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশে অবদান রাখতে পারে।